কেরানির বাসা থেকে ৮৫ লাখ রুপি উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২২, ১০:৪৫ এএম

কেরানির বাসা থেকে ৮৫ লাখ রুপি উদ্ধার

মধ্যপ্রদেশের ভোপালে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্য সরকারের একজন কেরানির বাড়ি থেকে ৮৫ লাখের বেশি নগদ রুপি উদ্ধার করেছে, পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিও)।

বুধবার তল্লাশি অভিযান চালানোর সময় ওই কেরানি বিষাক্ত কিছু পান করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।

যাঁর বাড়িতে এ অভিযান চালানো হয়েছে, তাঁর নাম হিরো কেসবানি। তিনি রাজ্য সরকারের কর্মচারী। পদ আপার ডিভিশন ক্লার্ক। রাজ্যের মেডিকেল শিক্ষা বিভাগে সংযুক্ত তিনি।

হিরোর বাসা থেকে বেশ কিছু সম্পত্তির নথিপত্রও উদ্ধার করেছে ইওডব্লিউ। এই সম্পত্তির মূল্য কয়েক কোটি রুপি।

মধ্যপ্রদেশ পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) পুলিশ সুপার রাজেশ মিশ্র বলেন, সংস্থার একটি দল যখন হিরোর বাসায় পৌঁছায়, তখন তিনি কর্মকর্তাদের তল্লাশি চালানো থেকে বিরত রাখার চেষ্টা করেন। তিনি কর্মকর্তাদের ধাক্কা পর্যন্ত দেন। একপর্যায়ে তিনি বাথরুম ক্লিনার খান।

পরে হিরোকে রাজ্য সরকার পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

পুলিশ সুপার বলেন, ওই কেরানি প্রতি মাসে প্রায় চার হাজার রুপি বেতনে চাকরি শুরু করেছিলেন। বর্তমানে তিনি প্রতি মাসে প্রায় ৫০ হাজার রুপি আয় করেন।

পুলিশ কর্মকর্তা জানান, কেসওয়ানির পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা জমা রয়েছে। তিনি বেশির ভাগ সম্পত্তি তার স্ত্রীর নামে কিনেছেন। তার স্ত্রী একজন গৃহিণী, যার আয়ের কোনো উৎস নেই।

Link copied!