যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে মুরিয়েটা শহরের ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে সেসনা বিজনেস জেট বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষের (এফএএ) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।
উড়োজাহাজটি লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সান ডিয়েগোর প্রায় ৬৫ মাইল উত্তরে বিধ্বস্ত হয়। বিমানটি সবজির একটি খামারের ভিতর পতিত হয়। এতে এক একরের ওই খামারের ব্যাপক ক্ষতি হয়।
রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আগুন নেভাতে দমকলকর্মীদের এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। প্রায় এক একর এলাকার গাছপালাসহ প্লেনটি আগুনে পুড়ে গেছে।
এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) মুরিয়েটায় উড্ডয়নের পরপরই পার্কিং লটে বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।