কয়লার ঘাটতিতে ভয়াবহ বিদ্যুৎ সংকটের মুখে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ০৭:১৬ পিএম

কয়লার ঘাটতিতে ভয়াবহ বিদ্যুৎ সংকটের মুখে ভারত

কয়লার ঘাটতিতে ভয়াবহ বিদ্যুৎ সংকটের মুখে ভারত। রবিবার (১০ অক্টোবর) দিল্লির জ্বালানিমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন বলেছেন,যদি পরিস্থিতির উন্নয়ন না হয় তবে আগামী দুই দিনের মাঝে দিল্লিতে বিদ্যুতের তীব্র সংকট দেখা দিতে পারে।

চলমান পরিস্থিতিতে কয়লার সংকটকে দ্বিতীয় কোভিড ঢেউ চলাকালীন অক্সিজেনের সংকটের সঙ্গে তুলনা করেছেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জ্বালানিমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে বলেন,দিল্লি খুব দ্রুত বিদ্যুতের সংকটে পড়তে পারে। কয়লার সরবরাহ নিশ্চিত করা না গেলে দেশব্যাপী বিদ্যুৎ উৎপাদনে সংকট দেখা দেবে যার প্রভাব দিল্লিতেও পড়বে।

এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি বিদ্যুতের সংকটে পড়তে পারে। আমি নিজেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংকট নিরসনে চেষ্টা চলছে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে লিখিত বার্তা পাঠিয়েছি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Link copied!