চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, নিহত ১৮ জনের অধিকাংশই শিশু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২১, ১১:৪৭ এএম

চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, নিহত ১৮ জনের অধিকাংশই শিশু

চীনের হেনান প্রদেশে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন যার অধিকাংশই শিশু বলে জানিয়েছে রয়টার্স। ঝেচেং এলাকার স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া বিবৃতি থেকে জানা যায়, শুক্রবার রাত ৩টার আগুন লাগার ঘটনা জানার পর সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অবশ্য আগুন কিভাবে লেগেছে তা জানানো হয়নি।

এ ছাড়াও এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ১৬ জন। তাদের মধ্যে ৪ গুরুতর আহত। এ ঘটনায় এই প্রশিক্ষণ কেন্দ্রের একজনকে আটক করা হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় নিহত ও আহত অধিকাংশদের বয়স ৭ থেকে ১৬ বছরের মধ্যে।

 অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি। কিন্তু চীনের রাষ্ট্রীয় পরিকল্পনায় অংশ নেয়া একটি ওয়েব সাইট তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, প্রতিষ্ঠানটির নাম জেনজিং মার্শাল আট সেন্টার।

চীনে বড় অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। মূলত দুর্বল অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থাপনা না থাকায় ঘন ঘন এমন দুর্ঘটনা ঘটে। ২০০০ সালে ক্রিসমাস উদযাপনের দিন এই হেনান প্রদেশেই নাইট ক্লাবে আগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন ৩০৯ জন।

Link copied!