জনসমুখে আসলেন তালেবানদের শীর্ষ নেতা আখুনজাদা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২২, ০৫:০১ পিএম

জনসমুখে আসলেন তালেবানদের শীর্ষ নেতা আখুনজাদা

দ্বিতীয়বারের মতো জনসমুখে আসলেন আফগানিস্তানের তালেবানদের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুনজাদা। দেশটির দক্ষিণাঞ্চলীয় কানদাহারের একটি ঈদগাহ মাঠে ঈদের নামাজের পর তালেবান যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, গত বছর আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই তালেবানরা স্বাধীনতা এবং নিরাপত্তা অর্জন করেছে। তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

ঈদের নামাজ আদায়ের সময় প্রায় ২ ঘন্টা ধরে হায়বাতুল্লাহ আখুনজাদার মাথার উপর দিয়ে তার নিরাপত্তায় নিয়োজিত হেলিকপ্টর টহল দিতে থাকে। কোন সাংবাদিককে তার কাছে যেতে দেওয়া হয়নি। মার্কিন ড্রোন হামলায় সাবেক শীর্ষ নেতা মোল্লা আখতার মানসুর নিহত হবার পর তালেবানের দায়িত্বে  আসেন আখুনজাদা। ২০১৬ সালে তালেবানের শীর্ষ নেতা হওয়ার পর মাত্র ১ বার জনসমুখে এসেছিলেন তিনি। গত অক্টোবরে কানদাহারের দারুল উলুম মসজিদে যান এ নেতা।

গত দুই সপ্তাহে বেশ কয়েকবার আফগানিস্তানের রাজধানী কাবুলে মুসল্লিদের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্রবারে কাবুলে বোমা হামলায় ৫০ জন নিহত হয়।     

Link copied!