অক্টোবর ১২, ২০২১, ০৬:৪১ এএম
করোনাভাইরাসের টিকা না নেয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে সান্তোস ও গ্রেমিওর মধ্যে লিগ ম্যাচ মাঠে বসে দেখার অনুমতি দেয়নি সান্তোস ক্লাব কর্তৃপক্ষ।
করোনা মহামারীর পর এই প্রথমবারের মত স্টেডিয়ামে দর্শকের উপস্থিতিতে ম্যাচ খেললো সান্তোস। ম্যাচ শুরুর আগেই ক্লাবটি জানায় যে, শুধুমাত্র যারা করোনার টিকা নিয়েছেন এবং যাদের পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ, শুধু তারাই মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
এ কারণেই, প্রেসিডেন্ট বোলসোনারো মাঠে বসে খেলা দেখার অনুমতি পাননি বলে জানা গেছে। মেট্রোপলিস নিউজ পোর্টালের এক ভিডিওতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, সান্তোস কর্তৃপক্ষ মাঠে মাঠে প্রবেশ করতে দেয়নি আমাকে। আমি সান্তোসের ম্যাচটি মাঠে বসে দেখতে চেয়েছিলাম। কিন্তু তারা বলল, খেলা দেখতে হলে অবশ্যই আপনাকে টিকা নিতে হবে। কিন্তু কেন?
উল্লেখ্য, এর আগেও টিকা নিতে অস্বীকৃতি জানানোয় পত্রিকার শিরোনাম হয়েছেন প্রেসিডেন্ট বোলসোনারো। এবং খুবই আশ্চর্যের বিষয় হলো, বলসোনারো তার সংশ্লিষ্ট বাকিদেরও অনুৎসাহিত করেছেন টিকা নিতে। তার দাবি, একবার করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে করোনাবিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে!
অবশ্য, এটা এখনও পরিষ্কার নয় যে, বোলসোনারো আসলেই মাঠে বসে ম্যাচটি দেখতে চেয়েছিলেন নাকি ভ্যাকসিন পাসপোর্ট-এর প্রয়োজনীয়তা নিয়ে অভিযোগ করতেই এসব বলেছেন, তা এখনও পরিষ্কার না। উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় সর্বোচ্চ প্রাণহানীর রেকর্ড করা দেশগুলোর মধ্যে ব্রাজিল একটি। ইতোমধ্যে দেশটির ছয় লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন করোনা আক্রান্ত হয়ে।