তালেবানের হাতে গজনির পর হেরাতের পতন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২১, ০৮:২৫ এএম

তালেবানের হাতে গজনির পর হেরাতের পতন

আফগানিস্তানে তালেবানের হাতে একের পর এক গুরুত্বপূর্ণ শহরের পতন হচ্ছে। গজনির পর দেশটির প্রধান ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিয়েছে তালেবানরা। এই শহরটি রাজধানী কাবুলের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। বৃহস্পতিবার সন্ধ্যায় তালেবানদের হাতে শহরটির পতন হয়। এ নিয়ে মোট ১২টি প্রাদেশিক রাজধানী শহর দখলে নিল তালেবান। 

সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আফগান কর্মকর্তারাও খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তালেবানরা গভর্নরের অফিস এবং হেরাত পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে।

আল জাজিরার শার্লট বেলিস কাবুল থেকে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, গজনি শহর থেকে পালিয়ে যাওয়ার পর গজনি প্রদেশের গভর্নরকে ওয়ার্দাক প্রদেশে গ্রেপ্তার করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গজনির প্রাদেশিক কাউন্সিলের প্রধান নাসির আহমাদ ফকিরি বলেন, এদিন সকালে রাজধানী গজনি 'তীব্র লড়াইয়ের' পর জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে যায়।

তালেবানের একজন মুখপাত্র বৃহস্পতিবার টুইট করেছেন, শহরটির গভর্নরের অফিস, পুলিশ সদর দপ্তর এবং কারাগার দখল করা হয়েছে। তবে সিএনএন স্বাধীন বা নিরপেক্ষ কোনো সূত্র থেকে খবরের সত্যতা যাচাই করতে পারেনি। 

Link copied!