তুষার ঝড়ে বাতিল যুক্তরাষ্ট্রের হাজারো ফ্লাইট

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২২, ১২:১৫ পিএম

তুষার ঝড়ে বাতিল যুক্তরাষ্ট্রের হাজারো ফ্লাইট

শীতকালীন শক্তিশালী তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের অবস্থা বিপর্যস্ত। তুষার জমে যাতায়াত ব্যবস্থাও ভেঙে পড়েছে। বাতিল করতে হয়েছে ৪ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট। এর মধ্যে কেবল শুক্রবারই বাতিল করা হয়েছে ২১০০টিরও বেশি ফ্লাইট।

প্রচণ্ড ঠাণ্ডা বাতাস ও তুষারপাতের কারণে বৃহস্পতিবার ও শুক্রবার এসব ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় দেশটি। এদিকে বড়দিন উপলক্ষে ব্যস্ত ভ্রমণ মৌসুম হওয়ার কথা থাকলেও ঝড়ে সেসব ভণ্ডুল হয়ে যায়। 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পূর্বনির্ধারিত ২ হাজার ৩০০টির মতো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। আর শুক্রবার বাতিল করা হয়েছে দুই হাজার ১০০টির মতো ফ্লাইট।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। যার মধ্যে এক-তৃতীয়াংশই আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্সের। এছাড়া সাউথওয়েস্ট এয়ারলাইন্স বৃহস্পতিবার ৮৬৫টি ফ্লাইট বাতিল করেছে যা সংস্থাটির সকল নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-পঞ্চমাংশ এবং এয়ারলাইন্সটি ইতোমধ্যেই শুক্রবারের জন্য নির্ধারিত আরও ৫৫০টি ফ্লাইটও বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বলেছে, শীতকালীন ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে শিকাগো, ডেট্রয়েট এবং মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Link copied!