পশ্চিমাদের কাছ থেকে প্রথমবার যুদ্ধবিমান পেল ইউক্রেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২৩, ০৪:৪৩ পিএম

পশ্চিমাদের কাছ থেকে প্রথমবার যুদ্ধবিমান পেল ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে চারটি যুদ্ধ বিমান দিয়েছে ইউরোপের দেশ স্লোভাকিয়া। আগে দেওয়া ঘোষণা অনুযায়ি, নিজেদের বহরের ১৩টি মিগ বিমান ইউক্রেনে পাঠাচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় চারটি মিগ গত বৃহস্পতিবার জেলেনস্কি প্রশাসনের কাছে পাঠিয়েছে স্লোভাকিয়া।  

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোভিয়েত আমলে তৈরি এসব যুদ্ধবিমান স্লোভাকিয়া থেকে ইউক্রেনের বৈমানিকেরা চালিয়ে তাদের বিমানঘাঁটিতে নিয়ে যান।

স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার চারটি যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী, বাকি যুদ্ধবিমানগুলো কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, রাশিয়ার পক্ষ থেকে বারবার অভিযোগ তুলে বলা হচ্ছে, ন্যাটো ইউক্রেনে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে যুদ্ধ দীর্ঘায়িত করার পাঁয়তারা চালাচ্ছে। ইউক্রেনকে অবিরতভাবে অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা এই সামরিক জোট ‘সরাসরি’ সংঘাতে জড়িয়েছে বলেও মস্কোর অভিযোগ।

প্রসঙ্গত, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলোর কাছে বেশ কয়েক মাস ধরে যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। ওই আহ্বানে সাড়া দিয়ে ইউক্রেনকে যুদ্ধবিমান দিলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য স্লোভাকিয়া।  

Link copied!