পাকিস্তানে বিদ্যুৎ বিভ্রাটে দুর্দশায় ২২ কোটি মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ০৪:২৫ পিএম

পাকিস্তানে বিদ্যুৎ বিভ্রাটে দুর্দশায় ২২ কোটি মানুষ

জাতীয় গ্রিড অকার্যকর হয়ে পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে মানুষজন। বিদ্যুৎবিহীন অবস্থায় জ্বালানি সঙ্কট ও শীত মৌসুমের মোকাবিলায় দুর্দশায় পড়েছে দেশটির ২৪ কোটি জনগণের মধ্যে প্রায় ২২ কোটিই। 

সোমবার (২৩ জানুয়ারি) পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিড অকার্যকর হয়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় আকারে সমস্যা দেখা দেয়।

মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে ১২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার অঙ্গীকার জানায় মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও জানানো হয়, রাজধানী ইসলামাবাদ ও পেশোয়ারে 'কিছু গ্রিডে' বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। তবে কবের মধ্যে এই বিদ্যুৎ বিভ্রাটের সমাধান হবে তা নিশ্চিত করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এ মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কেন্দ্রীয় সরকারের সব বিভাগকে তাদের জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেন। এছাড়াও, জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার সাড়ে ৮টার মধ্যে সব বাজার ও রেস্তোরাঁ রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়। 

সূত্র: সিএনএন

Link copied!