পুতিনের সমালোচক নাভালনি কারাগারে অনশন করছেন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২১, ১০:১৫ এএম

পুতিনের সমালোচক নাভালনি কারাগারে অনশন করছেন

রাশিয়ায় পুতিনবিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি কারাবন্দি অবস্থায় অনশন শুরু করেছেন। তার পিঠে ও দুই পায়ে তীব্র ব্যথা থাকলেও তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না, এ অভিযোগে তিনি অনশন শুরু করেছেন।

নাভালনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এ অভিযোগ নিয়ে তার একটি বিবৃতি পোস্ট করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, কারা কর্তৃপক্ষ তাকে সঠিক ওষুধ দিচ্ছে না এবং কারাগারের বাইরে চিকিৎসককে তাকে দেখতে দেয়া হচ্ছে না।

তিনি লিখেছেন, ‘আমি কী করতে পারি। একজন আমন্ত্রিত ডাক্তার দিয়ে আমাকে দেখার অনুমতি দেওয়ার দাবিতে আমি অনশন করছি। আমি এখানে শুয়ে আছি, ক্ষুধার্ত, তবে এখনো দুই পা আছে।’

রাতে প্রতি ঘন্টায় একজন প্রহরী তাকে যে চেক করতে আসেন তার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, এগুলো ঘুমাতে না দেয়ার অত্যাচারের সমান।

নাভালনি বর্তমানে মস্কো থেকে একশ কিলোমিটার পূর্বে আইকে-২ সংশোধনমূলক কারাগারে রয়েছেন। তার অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কারা কর্তৃপক্ষ। গত সপ্তাহে নাভালনিকে পরীক্ষা করে কারা কর্তৃপক্ষ জানায়, তার অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

রবিবার রাশিয়ার চিকিৎসকরা একটি খোলা চিঠিতে ৪৪ বছর বয়সী নাভালনির সঠিক চিকিৎসার দাবি করেন।

চিঠিতে তারা বলেন, ‘আমরা তার স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা করছি। একজন রোগীকে এ অবস্থায় ফেলে রাখার ফলাফল ভয়াবহ হতে পারে। এমনকি তার শরীরের নিচের অংশ পুরোপুরি অথবা আংশিকভাবে অচল হয়ে যাওয়া যা চিকিৎসার অযোগ্য হয়ে যেতে পারে।’

অ্যালেক্সেই নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সবচেয়ে বড় সমালোচক। গত বছর স্নায়ু বিকলকারী বিষে আক্রান্ত হওয়ার পর জার্মানিতে চিকিৎসা নেন নাভালনি। পাঁচ মাসের চিকিৎসা শেষে এ বছরের ১৭ জানুয়ারি রাশিয়ায় ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়।

প্যারোলের শর্ত ভঙ্গে অভিযোগে ফেব্রুয়ারিতে নাভালনিকে দুই বছর আট মাসের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত।

সূত্র: এপি নিউজ।

Link copied!