পুলিশি বাধায় পণ্ড 'এপ্রিল ফুল' কনসার্ট

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২১, ০৬:৪৩ পিএম

পুলিশি বাধায় পণ্ড 'এপ্রিল ফুল' কনসার্ট

বেলজিয়ামে ব্রাসেলসে 'এপ্রিল ফুল ডে’ উপলক্ষে উড়ো খবরের জেরে আয়োজিত কনসার্ট পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। সমাবেশে অংশগ্রহণকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।  উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

কনসার্টের খবরকে কেন্দ্র করে মহামারি করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্রাসেলসের `বোইস ডি লা ক্যামব্রি' পার্কে জড়ো হয়েছিলেন অন্তত দুই হাজার মানুষ।

অংশগ্রহণকারীরা রাস্তায় দাঁড়িয়ে ও ঘোড়ার পিঠে চড়ে ‘স্বাধীনতা চাই’ বলে স্লোগান দেয়।

ব্রাসেলস পুলিশ জানিয়েছে সমাবেশ থেকে চারজনকে আটক করা হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিন পুলিশ সদস্য।

বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে জানানো হয়, সমাবেশে যোগ দেওয়া অন্তত দুইজন আহত হয়েছে।

জানা যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত মার্চ মাসে নামকরা কয়েকজন ডিজে-কে নিয়ে এই কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে যোগ দেওয়া এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, ”আমরা সকলেই হতাশ। আগামি দুই সপ্তাহ পর আমার বয়স ১৮ বছর পূর্ণ হবে, আমি মুক্তির স্বাদ পেতে চাই”।

তিনি আরও বলেন, “আমরা পুলিশকে বিরক্ত করতে আসিনি। আমাদেরও জীবন আছে, এবং আমরা আমাদের জীবন উপভোগ করতে চাই, তাই আমরা এখানে এসেছি”।

বেলজিয়ামে করোনা  রোধে দেওয়া বিধিনিষেধ অনুযায়ী উন্মুক্ত স্থানে সর্বোচ্চ চারজন একসাথে সমবেত হতে পারবে। কর্তৃপক্ষ জানায় এই ফেসবুক পোস্টের পিছনে কে ছিল তা জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছেন তারা।

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ জানান, মানুষ এই সুন্দর আবহাওয়ায় ঘরে বসে থাকতে চায় না,তিনি তা বোঝেন। তবে তাই বলে এ ধরণের গণজমায়েত মোটেই সহ্য করা হবে না।

১.১৫ কোটি জনসংখ্যার দেশ বেলজিয়ামে ইতোমধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লাখ। প্রাণহানি অন্তত ২৩,০০০।

ইউরোপে করোনা সংক্রমণের কারণে কঠোর পদক্ষেপ নেওয়া দেশগুলোর মধ্যে বেলজিয়াম অন্যতম।

 

 

Link copied!