ফের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২১, ০৯:৫১ পিএম

ফের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও সন্তানের বাবা হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে লন্ডনের একটি হাসপাতালে বরিস ও তাঁর স্ত্রী ক্যারির কোল আলো করে এসেছে এক কন্যা সন্তান। বরিস দম্পতির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বরিস দম্পতির ওই মুখপাত্র বলেন, “মা এবং মেয়ে দুজনই খুব ভালো আছে। তাদের সব ধরনের সেবা এবং সহায়তা দেওয়ার জন্য ন্যাশনাল হেলথ সার্ভিসের মা ও শিশু দলকে ধন্যবাদ জানাতে চায় এই দম্পতি।”

গত বছরের এপ্রিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারির সংসারে প্রথম ছেলে উইলফ্রেডের জন্ম হয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের মে মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। চলতি বছরের ২৯ মে ক্যারি ‍সিমন্ডস ও বরিস বিবাহবন্ধনে আবদ্ধ হন।

যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন।তাদের ওই বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা  উপস্থিত ছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে গর্ভবতী হওয়ার পর ক্যারি সাইমন্ডসকে বিয়ে করার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওই সময় বরিস জনসন জানান, তারা বিয়ে করার জন্য অঙ্গীকার করেছেন এবং তাদের সন্তান আসছে।

বরিস জনসন ২০১৯ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৫৬ বছর বয়সী বরিস জনসন ও ৩৩ বছর বয়সী ক্যারি ডাউনিং স্ট্রিটে বসবাসকারী প্রথম অবিবাহিত যুগল। ২০২০ সালের এপ্রিলে  লন্ডনের একটি হাসপাতালে তাদের প্রথম সন্তান উইলফ্রেড লরি নিকোলাস জন্মগ্রহণ করে।

বরিস জনসন ও তার দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলার। ছবি: সংগৃহীত

বরিস জনসন এর আগে আরও দুটি বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রীর  নাম ম্যারিনা হোয়েলার। ২০১৮ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন বরিস ও হোয়েলার। ২৫ বছর স্থায়ী তাদের সংসারে চারটি সন্তান রয়েছে।

বরিস জনসনের প্রথম স্ত্রীর নাম অ্যালেগ্রা মস্টিন ওয়েন। ১৯৮৭ সালে ওই নারীকে বিয়ে করার ৬ বছরের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

Link copied!