বেলজিয়ামে দ্রুত গতির গাড়ি উঠে গেল নগরবাসীর উপর, নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২২, ০৭:৩০ পিএম

বেলজিয়ামে দ্রুত গতির গাড়ি উঠে গেল নগরবাসীর উপর, নিহত ৬

বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় ছোট্ট শহর স্ট্রেপি-ব্রাককুইগনিসের জনবহুল এলাকায় দ্রুত গতির একটি গাড়ির আঘাতে অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

বিবিসি জানিয়েছে, সকালে একটি ঐতিহ্যবাহী প্যারাডে অংশ নিতে প্রায় ২শ জনের মত বেলজিয়ামের নাগরিক প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় পেছনে থেকে দ্রুত গতির ওই গাড়িটি প্রচন্ড গতিতে তাদের ধাক্কা দেয়। গতির কারণে ধাক্কা দেওয়ার পরও প্রায় ১০০ মিটার পর্যন্ত গাড়িটি চলতে থাকে। এ দুর্ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছে পুলিশ। গাড়ির চালক এবং গাড়ির ভেতরে থাকা অন্যদের আটক করা হয়েছে। বেলজিয়ামের কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছে, পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে ছুটছিলো গাড়িটি। যদিও পুলিশ অভিযোগটি অস্বীকার করেছে।          

Link copied!