এপ্রিল ১০, ২০২২, ০৭:১৩ পিএম
শনিবার মধ্যরাত পর্যন্ত নিজের গদি বাঁচাতে অনেক চেষ্টা করেছেন ইমরান খান। শেষ পর্যন্ত আস্থা ভোটে পরাজিত হওয়ায় প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বলা হয়েছে ক্রিকেট থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানকে। তারপরও গদি বাঁচানোর চেষ্টার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। এমনকি পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে ক্ষমতাচ্যুত করে নিজের গদি রক্ষা করতে চেয়েছিলেন। এমনটাই দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের।
প্রথমে অবশ্য কারও নাম না নিয়ে একটি রিপোর্ট পেশ করে বিবিসি উর্দু। সেখানে দাবি করা হয়, ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাড়িতে হেলিকপ্টারে গিয়ে গোপন বৈঠকে এসেছিলেন এক শীর্ষ স্থানীয় কর্মকর্তা। তাকেই শেষ মুহূর্তে পদ থেকে সরিয়ে নতুন করে প্রশাসন সাজাতে উদ্যোগী হন ইমরান। তবে তার চেষ্টার পরও প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই বিজ্ঞপ্তি জারি করেনি।
বিবিসি-র রিপোর্টে বলা হয়, শনিবার রাতে হেলিকপ্টারে করে দুই সেনা কর্মকর্তা ইমরানের বাড়িতে যান। মিনিট ১৫ তাঁদের বৈঠক হয়। কিন্তু ওই বৈঠকের এক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী ‘শীর্ষ কর্মকর্তা’কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। যদিও এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও নির্দেশ দেয়নি।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনেও বলা হয়েছে, গত শনিবার রাতেই পাক সেনাপ্রধান বাজওয়া এবং আইএসআই লেফটেন্যান্ট জেনারেল নাদিম অঞ্জুমের সঙ্গে গোপন বৈঠক করেন ইমরান।
প্রসঙ্গত, পাকিস্তানের গোয়ন্দো সংস্থা- ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধানের নিয়োগকে কেন্দ্র করেই ইমরান খান ও সেনাপ্রধান বাজওয়ার দূরত্ব তৈরি হয়। এর পর প্রধানমন্ত্রী যখন ‘আমেরিকা-বিরোধী’ মন্তব্য করছেন, সেনাপ্রধান তখন তাদের গুরুত্বপূর্ণ বন্ধু বলেন। এ সবের মধ্যেই সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী অপসারণ করতে চান বলে দাবি পাক সংবাদমাধ্যমের। তারা এও দাবি করেছে, বৈঠকে ইমরানকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বলেছিলেন সেনাপ্রধান। কিন্তু তিনি তা মানেননি। তবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে ওই রিপোর্টকে মিথ্যে এবং গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।