যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যন্টনি ব্লিনকেন বলেছেন, মস্কো তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে ইউক্রেন পাচ্ছে সাফল্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠক শেষ করে পোল্যান্ড সীমান্তে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। বিবিসি এ তথ্য জানিয়েছে।
ব্লিনকেন বলেন, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অংশে নৃশংসতা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পক্ষান্তরে ইউক্রেনীয়রা শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। একদিকে মস্কো তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে অন্যদিকে সাফল্য পাচ্ছে ইউক্রেন।
ব্লিনকেন জানান, বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং ইউক্রেনের প্রতি ওয়াশিংটন যে উদারতা দেখাচ্ছে সেজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানি না এ যুদ্ধের ভবিষ্যৎ কী হবে। তবে আমরা জানি একটি সার্বভৌম, স্বাধীন ইউক্রেনের স্থায়ীত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতদিন দৃশ্যপটে থাকবেন তার চেয়ে দীর্ঘ হবে। আর ইউক্রেনের জন্য আমাদের সমর্থন অব্যাহত থাকবে পূর্ণাঙ্গ সাফল্য না পাওয়া পর্যন্ত।