টেক্সাসে বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
বার্তাসংস্থা সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন নিউ অরলিন্সের জেভিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে মরিস জেফ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা) জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের পার্কিং লটে গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে বয়স্ক সেই নারী মারা যান।
আহত দুই ব্যক্তির মধ্যে একজনের কাঁধে এবং অন্যজনের পায়ে গুলি লেগেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানায় কর্তৃপক্ষ।
এর আগে, গত ২৪ মে টেক্সাসের উভালদে এলাকায় একটি এলিমেন্টারি একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ২১ জন নিহত হন, যাদের মধ্যে ১৮ জনই শিশু। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরের মধ্যে স্কুলে সংঘটিত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।