আফগানিস্তানে তালেবানের গুলিতে নিহত হয়েছেন অন্তত ২ জন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দেশটির স্বাধীনতা দিবস উদযাপনকালে পৃথক সহিংস ঘটনায় আসাদাবাদ শহরে আরও ৮ জন এবং জালালাবাদে ২জন আহত হয়েছেন।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তানের আসাদাবাদ শহরে দেশটির স্বাধীনতা দিবস উদযাপনকালে মিছিল থেকে এক ব্যক্তি এক তালেবান যোদ্ধাকে ছুরিকাঘাত করেন। প্রতিক্রিয়া তালেবান যোদ্ধারা গুলি বর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, আফগানিস্তানের জালালাবাদ শহরে স্বাধীনতা দিবস উদযাপনকালে তালেবানের গুলিতে ১ প্রাপ্ত বয়স্ক এবং ১ কিশোর আহত হন। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে নারী ও শিশুরাসহ বেশ কিছু বিচ্ছিন্ন মিছিল বের হয় জালালাবাদে। এসময় মিছিলকারিরা তালেবান যোদ্ধারা মিছিলে গুলি করলে উপরোক্ত দুজন আহত হন।
পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এছাড়া দেশটির খোস্ত শহরে স্থানীয় জণগনকে রুখতে কারফিউ জারি করেছে।
এর আগে, বুধবার (১৮ আগস্ট) আফগান জাতীয় পতাকা সরিয়ে তালেবান পতাকা স্থাপনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। আফগানিস্তানের জালালাবাদ শহরে ওই বিক্ষোভের সময় তালেবানের গুলিতে ২ জন মারা যান এবং আহত হন আরো ১২ জন। বুধবার এই প্রথম কোনো শহরে তালেবান বিরোধী প্রতিবাদ দেখা গেলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,জালালাবাদের বাসিন্দাদের একটি বড় অংশ ওই বিক্ষোভে যোগ দেন। দেশটির জাতীয় পতাকা পরিবর্তন করে তালেবানের পতাকা উত্তোলন করার পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার মানুষ আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারীরা জালালাবাদের একটি চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলেও তালেবান যোদ্ধারা বাঁধা দেয়।
উল্লেখ্য, গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় সংগঠনটি। এ নিয়ে চাপা আতঙ্ক বিরাজ করছে আফগানিস্তান জুড়ে। এখনো দেশটি ছেড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ।
সূত্র: আল জাজিরা