পিকনিকের নৌকা ডুবে ভারতে শিক্ষার্থী-শিক্ষকসহ ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৪, ০২:৩০ এএম

পিকনিকের নৌকা ডুবে ভারতে শিক্ষার্থী-শিক্ষকসহ ১৬ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

ভারতের গুজরাটে ভদোদরা জেলার একটি লেকে পিকনিকের নৌকা ডুবে গিয়ে ১৪ স্কুল শিক্ষার্থী ও ২ শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভদোদরার হারনি মোতনাথ লেকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের টিমসহ ডিসিপি, এসিপিসহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। 

জেলা কালেক্টর জানান, একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বিকেলে লেকের কাছে পিকনিক করতে গিয়ে একটি নৌকায় ওঠে। নৌকায় মোট ২৭ জন স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। লেকে ডুবে যাওয়া ছাত্ররা ভাদোদরার নিউ সানরাইজ স্কুলের পড়ুয়া। লেক থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীদের চিকিৎসার জন্য এসএসজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল বলেছেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১০ শিক্ষার্থীকে রক্ষা করা হয়েছে।’

ভদোদরা পুলিশের ডেপুটি কমিশনার পান্না মোমায়া জানান, এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত লেকটির জোন ম্যানেজারসহ অন্তত দুইজনকে আটক করা হয়েছে।

তথ্যমতে, হারনি লেকে শিক্ষার্থী ও শিক্ষক ভর্তি নৌকা ডুবির খবর পেয়ে স্থানীয় ডুবুরি ও ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে। 

দুর্ঘটনায় শোক প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ‘এক্স’-এ লিখেন, ‘ভদোদরার হারনি হ্রদে নৌকাডুবির কারণে শিশুদের ডুবে যাওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের আত্মার শান্তি কামনা করছি। এই শোকের সময়ে তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। পরম করুণাময় ঈশ্বর তাদের এই শোক সইবার শক্তি দান করুন।বর্তমানে নৌকায় থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ত্রাণ ও চিকিৎসা দিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

অন্যদিকে ভাদোদরার সাংসদ রঞ্জনবেন ধনঞ্জয় ভাট বলেন, ‘এনডিআরএফ দল উদ্ধার অভিযান চালাচ্ছে। শিশুদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। "দুর্ঘটনার জন্য যারাই দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!