গুজরাটে বন্যায় প্রাণ হারালেন ৩৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৯, ২০২৪, ১২:১৬ পিএম

গুজরাটে বন্যায় প্রাণ হারালেন ৩৫ জন

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যে গত তিনদিনে মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ৩৫ জনের প্রাণহানি হয়েছে। তাদের অনেকে পানিতে ডুবে, আবার অনেকে উপড়ে পড়া গাছের আঘাতে প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে  এসব তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এ ছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

এর আগে নদনদীর পানি উপচে পড়ছে। সেই সঙ্গে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে ৩০ হাজারেরও বেশি লোক। গতকাল বুধবার গুজরাট রাজ্য সরকার পানিতে ডুবে ১৩ জনের প্রাণহানির কথা জানিয়েছে। বাকিদের গাছ কিংবা বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে ত্রাণ কাজে নিয়োজিত দুর্যোগ ও সেনা কর্মকর্তারা প্রায় ১ হাজার ৮৫৬ জনকে উদ্ধার করেছে। প্রায় এক হাজার গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Link copied!