নৌকা ডুবে ৪৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ৬১

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২৪, ১০:৪১ পিএম

নৌকা ডুবে ৪৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ৬১

প্রতীকী ছবি

পূর্ব আফ্রিকার জিবুতির কাছে অভিবাসন প্রত্যাশীদের দুটি নৌকা ডুবে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে ও  ৬১ জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওএম) কর্মকর্তারা জানান, ইয়েমেন থেকে ৩১০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে নৌকা দুটি রওনা হয়েছিল। লোহিত সাগরের জিবুতি উপকূলে নৌকা দুটি ডুবে যায়।

জিবুতির কোস্টগার্ড জানিয়েছে, অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত ১১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিশ্বের ব্যস্ততম এবং সবচেয়ে বিপজ্জনক হিসেবে পরিচিত এই রুটে এটিই সবশেষ নৌকাডুবির ঘটনা।

জিবুতির উত্তর-পশ্চিমের খোর অঙ্গার অঞ্চলের কাছের একটি সৈকত থেকে মাত্র ১৫০ মিটার দূরে নৌকা দুটি ডুবে যায়।

প্রতি বছর জাতিগত সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্বল অর্থনীতির দেশ থেকে বাঁচতে হাজার হাজার আফ্রিকান অভিবাসী লোহিত সাগর পেরিয়ে তেলসমৃদ্ধ দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করে। 
 

Link copied!