রোজা শুরুর তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামীকাল সোমবার হিজরি শাবান মাস শেষ হচ্ছে। সেই অনুযায়ী মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশটিতে রোজার মাস শুরু হচ্ছে।
অস্ট্রেলিয়া গ্রান্ড মুফতি, করপোরেশন ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলীয় ফতোয়াহ কাউন্সিল ও শরিয়াহ বিভাগ জানিয়েছে, আগামীকাল সোমবার (১১ মার্চ) শাবান মাস শেষ হচ্ছে এবং ১২ মার্চ থেকে রোজা শুরু হচ্ছে। খবর গালফ নিউজের।
ভৌগোলিক অবস্থান ও চাঁদ ওঠার কারণে বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে অস্ট্রেলিয়া।
এদিকে আজ রোববার ১০ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রোজার মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির রয়্যাল কোর্ট জনসাধারণকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। এছাড়া আরব আমিরাতও তাদের জনগণকে একই আহ্বান জানিয়েছে।