ক্যাপিটল হিল দাঙ্গা: ২২ বছরের কারাদণ্ড হলো আরেক ট্রাম্প সমর্থকের

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৩, ১০:২৪ পিএম

ক্যাপিটল হিল দাঙ্গা: ২২ বছরের কারাদণ্ড হলো আরেক ট্রাম্প সমর্থকের

সংগৃহীত ছবি

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেক সমর্থককে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন ওয়াশিংটনের একটি আদালত। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের রায়ের মধ্যে এটি একটি। 

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দণ্ডপ্রাপ্ত এনরিকো টেরিও ‘প্রাউড বয়েজ’ নামের একটি উগ্র ডানপন্থী গোষ্ঠীর সাবেক প্রধান নেতা। টেরিও আদালতে এই মামলার শুনানির সময় হাজির হয়ে তাঁর দণ্ড কম করার আহ্বান জানান। 

তবে আদালত তাঁর অবস্থানে বহাল থাকেন এবং টেরিওকে ২২ বছরের কারাদণ্ড দেন। এর আগে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করেন টেরিও। রায় ঘোষণার পর টেরিও মাথা নিচু করে ফেলেন এবং যখন তাঁকে আদালত থেকে বের করা হচ্ছিল, তখন তিনি দুই আঙুলে ‘ভি’ চিহ্ন দেখান আদালতের বাইরে উপস্থিত জনতার বিরুদ্ধে।

তিনি ৬ জানুয়ারিকে ‘জাতির জন্য বিব্রতকর’ দিন বলে অভিহিত করেন এবং সেদিন উত্তেজিত জনতার ভয়ে যেসব পুলিশ সদস্য ও আইনপ্রণেতারা পালিয়ে গিয়েছিলেন তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় ধরা গলায় তিনি জানান, এ ঘটনা তাঁর পরিবারকে অসম্মানিত করেছে এবং তিনি আর কখনোই রাজনীতি করবেন না।

টেরিও আদালতের সামনে আরও বলেন, ‘আমি রাজনৈতিকভাবে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী নই। কোনো ধরনের ক্ষতি সাধন কিংবা নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না।’ এ সময় তিনি তাঁর কৃতকর্মের জন্য অনুতপ্ত বলে জানান এবং সাজা কমানোর আবেদন করে বলেন, ‘আমার ওপর দয়া করুন।’ তিনি আরও বলেন, ‘দয়া করে আমরা জীবনের ৪০-এর দশকটা কেড়ে নেবেন না।’

তবে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক টিমোথি কেলি বলেন, ‘ট্রাম্প বৈপ্লবিক আগ্রহ নিয়ে উৎসাহিত হয়েছিলেন, যার ফলে তাঁর নেতৃত্বে ২০০ লোক ষড়যন্ত্র করে ক্যাপিটলকে ঘিরে ফেলেছিল।’ বিচারক আরও বলেন, টেরিও তাঁর অপরাধের জন্য অতীতে প্রকাশ্যে কোনো অনুশোচনা দেখাননি এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা রোধ করার জন্য এই অপরাধে একটি কঠোর শাস্তি প্রয়োজন।

এর আগে এ ঘটনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মেয়াদের কারাদণ্ড পাওয়াদের একজন হলেন স্টুয়ার্ট রোডস। তাঁকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ক্যাপিটল হিলে হামলার কেন্দ্রে থাকা আরেক উগ্র ডানপন্থী মিলিশিয়া ‘ওথ কিপারস’ নামের গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ইতিমধ্যে শত শত ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত হয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পরে নির্বাচনের ফল জোর করে পাল্টে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে ট্রাম্পের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালায়। ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে ‘যুদ্ধের’ ডাক দিয়েছিল প্রাউড বয়েজ।

Link copied!