হিজবুল্লাহর রকেট হামলার ঘটনায় ইসরায়েলের উত্তরে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৫, ২০২৪, ১০:০০ এএম

হিজবুল্লাহর রকেট হামলার ঘটনায় ইসরায়েলের উত্তরে অগ্নিকাণ্ড

শুক্রবার ইসরায়েলের উত্তরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার ঘটনায় আগুন ছড়িয়ে পড়েছে। ছবি: সিএনএন

লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার ঘটনায় দখলদার ইসরায়েলের উত্তরে বার’আম ও ইয়া’রুনের বেশ কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ জুন) ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি দল কাজ করছে। তবে আগুন অন্যান্য এলাকায় ছড়িয়ে যাবে না।

একই দিন দখলদার ইসরায়েলের বিভিন্ন স্থানে নতুন করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তাদের এসব হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে গত বুধবার সকালে শতাধিক রকেট বর্ষণ করে হিজবুল্লাহ।

৮ মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে এটিই হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা ছিল বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার একদিন পর ৮ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা শুরু করে। হামাসের হামলার দিন থেকেই গাজায় অভিযান জোরদার করে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করে বলেছিলেন, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Link copied!