সংগৃহীত ছবি
ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। হেক্টরের পর হেক্টর বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গরাজ্যটির ঐতিহাসিক শহর লাহাইনা। অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে শহরটিতে। হাওয়াই’র বিভিন্ন অংশে অন্তত ৭টি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, চারদিকে সমুদ্রবেষ্টিত মাওয়াই অংশের লাহাইনা শহরের অসংখ্য মানুষ আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়ছেন। এরইমধ্যে ঘটেছে হতাহতের ঘটনাও। অন্তত এক ডজন ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার হাওয়াইয়ের মাওয়াই কাউন্টি কর্তৃপক্ষ জানায়, বহু মানুষ ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। মাওয়াইয়ের হাসপাতালগুলোতে রোগীর জায়গা হচ্ছে না।
লাহাইনা শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে অসংখ্য বাড়িঘর ও দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের কারণে নিঃস্ব হয়ে গেছেন অসংখ্য মানুষ।
এরইমধ্যে দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ায় অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন আরও অন্তত ১৫ হাজার মানুষ।
উদ্ধারকর্মীরা জানান, শহরটির বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ধ্বংসাবশেষের কারণে উদ্ধার তৎপরতায়ও ব্যাঘাত ঘটছে।
অঙ্গরাজ্যটির সিনেটর ব্রেইন শাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লাহানিয়া শহরের প্রায় পুরোটাই পুড়ে গেছে।’
এদিকে, আগুন নেভাতে কাজ করছেন কয়েকশ’ দমকলকর্মী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে, বাতাসের তীব্রতা বেশি থাকার কারণে আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।
মাওয়াই কাউন্টি মেয়র রিচার্ড বাইসেন জুনিয়র এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বহু বাড়িঘর ও ব্যবসাকেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
মাওয়াই কাউন্টিতে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। বন্দরে থাকা সব নৌযানেও আগুন লেগেছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা ক্রিসি লোভিট স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যেন কোনো চলচ্চিত্র দেখছিলাম, যুদ্ধের কোনো চলচ্চিত্র।’