আগস্ট ১৭, ২০২৩, ০২:০৯ পিএম
সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউই কাউন্টিতে সৃষ্ট দাবানলের এক সপ্তাহ পার হলেও এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ মানুষ। ভয়াবহ ওই দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে।
মাউই দ্বীপের দাবানলে লাহাইনা শহরের পুড়ে যাওয়া এলাকাগুলোতে এখনও তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। এখনও প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে মরদেহ। ১৮৫ অনুসন্ধানকারী মরদেহের সন্ধান করছেন। তাদের সঙ্গে আছে ২০টি কুকুর। আগুনে মৃতদেহগুলো এতটাই পুড়ে গেছে যে সেগুলো সনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় বের করতে হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার প্রথমবারের মত আগুনে নিহত দুইজনের নাম প্রকাশ করা হয়। তারা হলেন ৭৪ বছরের রবার্ট ডিকম্যান এবং ৭৯ বছরের বাডি জ্যানটক। কর্তৃপক্ষ আরো তিনজনের পরিচয়ও সনাক্ত করতে পেরেছে। কিন্তু পরিবারকে খবর না দেওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ করেনি।
স্থানীয় সময় গত সপ্তাহের মঙ্গলবার রাতে মাউইতে দাবানল শুরু হলে পাশ দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ডোরার বাতাসের তোড়ে অল্প সময়ের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে।মাউই দ্বীপের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, মাউইর ঐতিহাসিক শহর লাহাইনায় ছড়িয়ে পড়া দাবানলে ব্লকের পর ব্লক পুড়ে ছাই হয়ে যায়। হাওয়াইয়ের গভর্নর যশ গ্রিন জানিয়েছেন, এক পর্যায়ে তাপমাত্রা ৫৩৮ সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল।
শতাধিক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী এ দাবানলে ২২০০টিরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর যশ গ্রিন। এসব ভবনগুলোর ৮৬ ভাগই আবাসিক ছিল। আর দাবানলে ক্ষতির পরিমাণ ৫৫০ কোটি ডলার ছাড়িয়েছে।
এক সংবাদ সম্মেলনে মাউই কাউন্টির পুলিশ প্রধান জন পেলেটিয়ার জানান, আসছে রবিবারের মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশ তল্লাশি সম্পন্ন হবে বলে কর্মকর্তারা আশা করছেন।