বাড়িতে পুড়ে ছাই পাঁচ শিশু, কিন্তু কেনাকাটায় ব্যস্ত বাবা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৩, ০৯:১১ এএম

বাড়িতে পুড়ে ছাই পাঁচ শিশু, কিন্তু কেনাকাটায় ব্যস্ত বাবা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে পাঁচ শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। বড়দিনের উৎসবমুখর পরিবেশেই বাড়িতে আগুন লেগে পুড়ে মারা গেছে  আপন চার ভাই-বোন ও বেড়াতে আসা অন্য এক শিশুসহ পাঁচজন ।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় অ্যারিজোনায় একটি দোতালা আবাসিক ভবনে আগুন লেগে যায়। 

যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে সময় শিশুদের বাবা বড়দিনের কেনাকাটায় ব্যস্ত ছিলেন। সোমবার (১৮ ডিসেম্বর) স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ বলছে, শিশুদের বাবা বড়দিন উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত ছিলেন এবং তখনই আগুন লাগার ঘটনা ঘটে। মৃত পাঁচ শিশুর মধ্যে চারজনের বয়স হলো—২,৪, ৫ এবং ১৩ বছর। তারা সবাই আপন ভাইবোন। ১১ বছর বয়সী অপর আরেক শিশু ওই বাড়িতে বেড়াতে আসা আত্মীয়। আগুন লাগার বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

পুলিশের বিবৃতি থেকে জানা যায়, “শনিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় ৫টায় লাস ভেগাস থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে বুলহেড শহরে আগুন লাগার ঘটনা ঘটে। শিশুদের বাবা পুলিশকে জানান, তিনি বড়দিনের কেনাকাটা করতে ও উপহার কিনতে আড়াই ঘণ্টার জন্য বাড়িতে ছিলেন না। এছাড়া এ সময় বাড়িতে  প্রাপ্তবয়স্ক আর কেউ উপস্থিত ছিলেন না”

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বাড়ির নিচে প্রবেশ পথে আগুন লাগার ঘটনা ঘটে। এর কারণে উপরের তলার শোয়ার ঘর থেকে শিশুদের বের হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়া সম্ভব ছিল না। মৃত পাঁচ শিশুকে একই শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। বাড়ির একমাত্র সিঁড়ির হয়ে আগুন ওপরে ওঠে যাওয়ায় শিশুদের পালানোর পথ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানির পাইপ ও মই জড়ো করছিল। কিন্তু তাতেও কাজ হয়নি। প্রত্যক্ষদর্শী প্যাট্রিক ও’নিল বলেন, ‘প্রতিবেশীরা জানতেনই না বাড়ির ভেতরে কেউ আছে। তারা জানলে আগে শিশুদের উদ্ধারের চেষ্টা করতেন।’  

প্যাট্রিক ও’নিল আরও বলেন, ‘আমরা গ্যারেজের দরজা খুলে দিয়েছিলাম, সেখানে লোকেরা জিনিসপত্র বের করছিল। আমরা দরজার কাছে পৌঁছানোর চেষ্টা করতেই গ্যারেজে ধোঁয়া আসতে শুরু করে এবং লোকজনের দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।’

 

Link copied!