গাজা যুদ্ধ: মার্কিন কংগ্রেসে ‘সত্য’ বলবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৭, ২০২৪, ১২:৪৯ পিএম

গাজা যুদ্ধ: মার্কিন কংগ্রেসে ‘সত্য’ বলবেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ নিয়ে মার্কিন কংগ্রেসে ‘সত্য’ তুলে ধরবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেছেন, “কংগ্রেসের দুই কক্ষে ইসরায়েলকে উপস্থাপনের সুযোগ পেয়ে আমি বেশ আনন্দ বোধ করছি। আমাদের যারা ধ্বংস করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধের প্রকৃত দিকটি আমি মার্কিন প্রতিনিধি ও পুরো বিশ্বের কাছে উপস্থাপন করবো।”

আগামী ২৪ জুলাই ওয়াশিংটন সফরকালে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্য রাখার কথা আছে। এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান গাজা যুদ্ধ নিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন কিনা সেটা খোলাসা করে বলেননি নেতানিয়াহু।

এদিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি জানিয়ে হাউস স্পিকার মাইক জনসন ও সিনেটের সংখ্যালঘু অংশের নেতা মিচ ম্যাককনেল এক বিবৃতিতে উল্লেখ করেছেন, প্রতিনিধি পরিষদ ও সিনেটের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বনিবনা হচ্ছে না। এই পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র সফরের সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের হিসাব অনুযায়ী ২৫০ জনেরও বেশি বেসামরিক লোককে জিম্মি করেছে হামাস। গত নভেম্বরে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলাকালীন প্রায় অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়া হয়। জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের চলমান অভিযানে ৩ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Link copied!