যুক্তরাষ্ট্রে হাইস্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৪, ১০:০১ এএম

যুক্তরাষ্ট্রে হাইস্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ২

ঘটনাস্থল থেকে হামলাকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। ঘটনাস্থল থেকে হামলাকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গতকাল স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন ছিল। অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী স্কুলে প্রবেশের আগেই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার। সে ওই স্কুলের শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া গেছে।

আইওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট বলেন, নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক ১২ বছর। সে ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থী ছিল। আর হামলাকারী শিক্ষার্থীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার বলে জানা গেছে। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, হামলার সময় বাটলার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট করেছিল। তবে কী কারণে সে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Link copied!