ইসরায়েলে ইরানের হামলার হুঁশিয়ারিকে সহজভাবে দেখার উপায় নেই। কেননা ইরান সত্যি সত্যিই ইসরায়েলে হামলা করতে পারে। তাদের এই হুঁশিয়ারি ‘বিশ্বাসযোগ্য ও কার্যকর’। এমনটাই জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি।
ইসরায়েলের পক্ষাবলম্বনের বার্তা দিয়ে তিনি বলেন, ‘ইরানের সম্ভাব্য হামলার হুমকিকে আমরা বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করছি। মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। যাতে তারা যেকোনো হামলা থেকে আত্মরক্ষা করতে পারে। আমরা এবং ইসরায়েলিরা বিষয়টিকে (ইরানের হুমকি) গুরুত্ব সহকারে নিচ্ছি।’
এর আগে ইসরায়েলের সামরিক সাইটগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে- এমন খবর প্রকাশ করেছে ওয়ালস্ট্রিট জার্নাল।
সূত্র: জেরুজালেম পোস্ট