যুদ্ধবিরতিতে সম্মত ইরান-ইসরায়েল: ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২৫, ১১:২৯ এএম

যুদ্ধবিরতিতে সম্মত ইরান-ইসরায়েল: ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে একটি পূর্ণ যুদ্ধবিরতি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।

তার সোমবারের এ ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দুই শত্রু দেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধ সম্ভবত শেষ হতে যাচ্ছে। এমনটি হলে ওই অঞ্চলজুড়ে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা আপাতত দূর হবে।

কিন্তু ট্রাম্প ওই ঘোষণা দিলেও ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেনি বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবারের প্রথম কয়েক ঘণ্টায় ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, “ওই হুমকি প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো কাজ করছে।”

তবে ইরানি এক কর্মকর্তা তেহরান অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে বলে এর আগে নিশ্চিত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল হামলা না থামালে শত্রুতা বন্ধ হবে না। 

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যেমনটি হওয়া উচিত সবকিছু তেমনটিই হচ্ছে বলে ধরে নিচ্ছি, যা হবে, যা বলা যায়, ‘১২ দিনের যুদ্ধ’ বন্ধ করার জন্য মনোবল, সাহস ও বুদ্ধিমত্তা থাকার জন্য, ইসরায়েল ও ইরান, উভয় দেশকে আমি অভিনন্দন জানাতে চাই।”

Link copied!