গাজায় তিনমুখী আক্রমণ করবে ইসরাইল

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৩, ১১:৩৮ পিএম

গাজায় তিনমুখী আক্রমণ করবে ইসরাইল

গাজা সীমান্তে অপেক্ষারত রয়েছে ইসরাইলের সেনাবাহিনী। ছবি : এএফপি।

গাড়িতে কিংবা পায়ে হেঁটে এমনকি ঘোড়ার গাড়িতে করেই গাজার দক্ষিণদিকে পালাচ্ছে জনগণ। ইসরাইল স্থলপথে আক্রমন করার আগে সবাইকে গাজা সীমান্ত ছেড়ে দক্ষিণে যেতে বলেছে। এদিকে এই আক্রমণের ফলে গাজার বেশ খানিকটা ইসরাইলের দখলে যাবে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। রয়টার্সের মতে রবিবারই তিনপথে চূড়ান্ত আক্রমণ চালাবে ইসরাইল। অর্থাৎ স্থলপথ,নৌপথ ও আকাশপথে অভিযান চালাবে তারা।

এতদিনে রকেট ও মিসাইল আক্রমণে সীমাবদ্ধ থাকলেও এখন অল আউট অ্যাকশনে যেতে শুরু করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ‘পরবর্তী পর্যায়’  এর জন্য প্রস্তুত হবার ঘোষণা দেন। এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমের ফুটেজে দেখা যাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী ট্যাংক ও অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করছে। তবে ঠিক কোন পদ্ধতিতে এই অভিযান পরিচালিত হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

তবে হামাসের ৫০০ কি. মি জুড়ে সুড়ঙ্গ নেটওয়ার্কের কারনে ইসরাইলের এই অভিযান সহজ হবে না। অভিযানটি যে ব্যাপক হবে এটা হয়ত ইসরাইলীরাও বুঝতে পেরেছে।  কৌশলগতভাবে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক রিজার্ভ সেনা অংশ নেবেন। একই সঙ্গে অভিযানটি দীর্ঘমেয়াদিও হতে পারে বলে এক বিবৃতি দেয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাদের একটি বড় ধরনের স্থল অভিযানের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। এদিকে নৌ পথে গাজাতে হামলায় ইসরায়েলকে সহায়তায় বিমানবাহী দ্বিতীয় রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 

গত শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে নির্দেশ দেয়। এই এলাকার মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ। ইসরায়েলি সেনাবাহিনীর এই নির্দেশের পর উত্তর গাজার হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামাসের হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ২ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Link copied!