বাঙ্কারেই অফিস করছেন নেতানিয়াহু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২৪, ০৪:৩৭ পিএম

বাঙ্কারেই অফিস করছেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

এক মাস ধরে চরম নিরাপত্তা শঙ্কায় বাঙ্কারেই অফিস করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  এমনকি  নিজের ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন তিনি।

রোববার (১০ নভেম্বর) ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ এর বরাত দিয়ে  এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কামরায় থেকেই বেশির ভাগ কাজ করছেন।

এতে বলা হয়েছে, সিজারিয়ায় তার বাড়িতে হিজবুল্লাহর হামলার পর থেকেই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওপরের তলায় অবস্থিত তার জন্য নির্ধারিত কামরায় স্বাভাবিকভাবে অফিস করছেন না। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুসারেই তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছে চ্যানেল-১২।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সহকর্মীদের বলেছেন, ড্রোন ও অন্যান্য হামলার ঝুঁকির কারণে তাকে ব্যাপকভাবে সুরক্ষিত একটি ভূগর্ভস্থ কামরা থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবং তাকে পরিচিত ‘স্থায়ী স্থানগুলো’ এড়িয়ে চলতে বলা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন নিরাপত্তা প্রোটোকলগুলোই সম্ভবত সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের কারণ এবং নেতানিয়াহুর ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়ে পরবর্তী সময়ে নির্ধারণ করা হয়েছে। তবে খুব শীঘ্রই এই বিয়ের আয়োজন হচ্ছে না বলে জানিয়েছে সূত্র।

নেতানিয়াহুর আইনজীবীরা তার বিরুদ্ধে চলমান কয়েকটি মামলায় আদালতে তার সাক্ষ্য দেওয়ার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন। তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা আছে। আইনজীবীরা বলেছেন, বারবার একই জায়গায় উপস্থিত হলে তার নিরাপত্তার ঝুঁকি থাকবে।

প্রতিবেদন অনুসারে, আদালতে কোনো নিরাপদ কক্ষ বা বোমা আশ্রয়কেন্দ্র নেই। নেতানিয়াহুর সাক্ষ্য প্রদান আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা।

গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর একটি বিস্ফোরক ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। হামলার সময় নেতানিয়াহু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে সেই ড্রোন হামলায় তার শয়নকক্ষের জানালায় আঘাত করলেও তা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।

Link copied!