সুরক্ষিত আছে পারমাণবিক স্থাপনা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৪, ০১:৩৫ পিএম

সুরক্ষিত আছে পারমাণবিক স্থাপনা: ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা। ছবি: রয়টার্স

১৩ এপ্রিল হামলার পর থেকে ইরানকে জবাব দিতে মুখিয়ে ছিল ইসরায়েল। বিষয়টি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দেনদরবারও চলতে থাকে। অবশেষে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালালো ইসরায়েল। তবে ইস্পাহান শহরস্থিত ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ সুরক্ষিত আছে বলে ইরানের সংবাদমাধ্যমের খবরে তুলে ধরা হয়েছে।

বিষয়টি আরও সুনিশ্চিত করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান উল্লেখ করেন, ‘দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র হামলার খবর আসেনি।’

ইস্পাহান শহরের বিমানবন্দরে (ইরান) বিস্ফোরণের শব্দে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। শহরটিতে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র আছে বলে ইরানি বার্তা সংস্থা ফার্সের খবরে উল্লেখ করা হয়।

এদিকে ইসরায়েলের হামলার মুখে ইরানের আকাশসীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক বিশ্ব গণমাধ্যম। সেই সঙ্গে বেশ কয়েকটি শহরে ফ্লাইট বাতিলও করা হয়েছে।

সূত্র: সিএনএন

Link copied!