যুদ্ধবিরতির পর আবার হামলা, গাজায় নিহত ১৮৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৩, ০৩:৫২ এএম

যুদ্ধবিরতির পর আবার হামলা, গাজায় নিহত ১৮৪

মুহুর্মুহু বোমা হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনি।

গাজায় শেষ হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। এর পরই দুই পক্ষের মধ্যে ফের শুরু হয়েছে তীব্র লড়াই। এতে নতুন করে ১৮৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় গত ২৪ নভেম্বর শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি দুই দফা বাড়িয়ে সাত দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেয়া হলেও রাজি হয়নি ইসরাইল।

শুক্রবার (১ ডিসেম্বর) হামাস ও ইসরাইলের মধ্যে সাত দিনের যুদ্ধ বিরতি শেষ হওয়ার পরই শুরু হয় হামলা।

অবিরাম বিমান ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। মুহুর্মুহু বোমা হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনি। ধ্বংস হচ্ছে ঘরবাড়িসহ আবাসিক স্থাপনা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্যে অবস্থানকালেই আবার শুরু হলো নতুন এ লড়াই। আগের দিন, গত বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধকালে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন ব্লিঙ্কেন। দৃশ্যত ওই বৈঠকে গাজায় নতুন করে হামলার বিষয়ে ইসরায়েলকে তিনি ওয়াশিংটনের ‘সবুজ সংকেত’ দেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

Link copied!