ইউক্রেনকে রেকর্ড সংখ্যক এফ-১৬ দিবে দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২২, ২০২৩, ১২:৪৮ এএম

ইউক্রেনকে রেকর্ড সংখ্যক এফ-১৬ দিবে দুই দেশ

সংগৃহীত ছবি

আকাশপথে রাশিয়ার আধিপত্য ঠেকাতে এফ-১৬ যুদ্ধবিমান পেতে ব্যাপক দেনদরবার করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশেষে অত্যাধুনিক এই যুদ্ধবিমান পেতে যাচ্ছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রদানের পর নেদারল্যান্ড ও ডেনমার্ক, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে।

রবিবার (২০ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দেশ দুটির সাথে এই বিষয়ে চুক্তি সই করেন। 

চুক্তি সই শেষে আইন্দহোভেনের একটি বিমান ঘাঁটিতে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আজকের এ সিদ্ধান্তটি আমাদের জন্য ঐতিহাসিক, শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক। এটি ইউক্রেনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’ 

এ বিষয়ে ডাচ প্রধানমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের বিমানবাহিনীর কাছে ৪২টি এফ-১৬ রয়েছে। কিয়েভকে কতগুলো দেওয়া যেতে পারে এ নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে জেলেনস্কি ডেনমার্ক সফরে দেশটির স্ক্রাইস্ট্রুপ বিমানঘাঁটিতে গেলে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ডেনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা জানি আপনাদের আরও বেশি প্রয়োজন। আমরা ঘোষণা দিচ্ছি, ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেবো। এ বছরের শেষ নাগাদ ৬টি, ৮টি পরের বছর এবং বাকি পাঁচটি ২০২৫ সালে সরবরাহ করা হবে।’ 

যুক্তরাষ্ট্রের তৈরি ‘এফ-১৬ ফাইটিং ফ্যালকন’ যুদ্ধবিমান পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট । ১৯৭০ দশকে এই বিমানটি তৈরি হয়। এখন পর্যন্ত প্রায় ৪ হাজারের মত এফ-১৬ তৈরি করা হয়েছে। 

Link copied!