সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানি ও অপপ্রচারের অভিযোগে মামলা দায়ের করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তিনি ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির দায়ে ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন। পত্রিকাটি ডেমোক্র্যাট দলের প্রচারমাধ্যম হিসেবে কাজ করছে এবং তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও অপবাদ ছড়াচ্ছে বলেও অভিযোগ ট্রাম্পের।
গত সপ্তাহেই নিউইয়র্ক টাইমসকে আদালতে নেয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পত্রিকাটি সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে, ২০০৩ সালে অপরাধী জেফ্রি এপস্টেইনের জন্মদিনে একটি যৌন ইঙ্গিতপূর্ণ নোট ও আঁকা ছবি উপহার দেয়া হয়েছিল। সেটিতে ট্রাম্পের স্বাক্ষর রয়েছে। তবে ট্রাম্প ও তার সহযোগীদের দাবি, তিনি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আজ আমার জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, আমি নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মানহানি ও অপপ্রচার মামলা আনছি। দীর্ঘদিন ধরে তারা আমাকে নিয়ে মিথ্যা, কুৎসা ও অপবাদ ছড়িয়েছে। সেই অপকর্ম এখনই শেষ হবে।’
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে টাইমস খোলাখুলিভাবে কমলা হ্যারিসকে সমর্থন করেছিল বলেও অভিযোগ তার। নিজের এ পদক্ষেপকে ‘সাংবাদিকতায় আবার সততা ফিরিয়ে আনার আন্দোলন’ হিসেবে হিসেবে দেখছেন তিনি। মামলার বিষয়ে বিস্তারিত না জানালেও এটি ফ্লোরিডায় দায়ের করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
সিএনএন-এর খবরে জানানো হয়, ট্যাম্পার ফেডারেল কোর্টে জমা দেয়া অভিযোগপত্রে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, নিউইয়র্ক টাইমস ইচ্ছাকৃতভাবে মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর রিপোর্ট প্রকাশ করে ট্রাম্পের রাজনৈতিক প্রচারণা ও উত্তরাধিকারের ক্ষতি করেছে।
ট্রাম্পের আইনজীবীরা পূর্বে ডিজনির এবিসি নিউজ ও প্যারামাউন্ট গ্লোবালের সিবিএস নিউজের বিরুদ্ধেও মামলা করেছিলেন। সেসময় গণমাধ্যমগুলো বহু মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ ও প্রতিবেদনগুলোর ত্রুটি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। এছাড়া, চলতি বছরের জুলাই মাসে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল ও এর সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা করেন। তাদের প্রতিবেদনেও এপস্টেইনকে উপহার দেয়া চিঠিপত্রের কথা উল্লেখ করা হয়েছে। সে সময় এক বিবৃতিতে জার্নালের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাদের প্রতিবেদনের যথার্থতায় পূর্ণ আস্থা রাখে এবং আদালতে জোরালোভাবে লড়াই করবে।
সবশেষ এই মামলায় ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ট্রাম্পের যে মানহানি হয়েছে তার মূল্য কয়েক বিলিয়ন ডলারের সমান। তাই তারা অন্তত ১৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করছেন।