বিরান উপত্যকায় লাখো সারিবদ্ধ তাঁবু। যার মাঝে লেখা ‘অল আইস অন রাফাহ’। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অল আইজ অন রাফা’ লেখা ছবিটি।
হঠাৎ কেন ট্রেন্ডিংয়ে ‘অল আইজ অন রাফাহ’?
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, গত রোববার রাতে দক্ষিণ গাজার রাফায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪৫ জন নিহত হন। আহত হয়েছেন দুই শতাধিক।
শুরুতে ইসরায়েলি সেনারা দাবি করেছিল, হামাসের ঘাঁটিতে সফল অভিযান চালানো হয়েছে। যাতে বেশ কয়েকজন হামাস কমান্ডার নিহত হয়েছেন। কিন্তু শরণার্থী শিবিরে হামলার তথ্য সামনে আসতেই নিন্দায় সরব হয় বিশ্ব।
প্রকৃত অর্থে গোটা বিশ্বের নানা প্রান্তের মানুষ যুদ্ধবিধ্বস্ত গাজার রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সমর্থনে যে পোস্ট করছে, সেখানেই উল্লেখ করা হচ্ছে- ‘অল আইজ অন রাফাহ’।
ছবিটি গাজার এখনকার পরিস্থিতির ও তাঁবু ভর্তি একটি বিশাল এলাকার চিত্র তুলে ধরা হয়েছে। ইসরায়েলের বোমাবর্ষণ থেকে বাঁচতে হাজার হাজার ফিলিস্তিনিরা এখন রাফাহ শরণার্থী শিবিরে বসবাস করছে।
গাজার ক্রমবর্ধমান সংকটের প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী মনোযোগ ও পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এই চিত্র হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রেন্ডিং’ হচ্ছে।
বিশ্বে প্রভাবশালী তারকাদের অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করে গণহত্যা, শিশুহত্যা ও যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এর মধ্যে আছেন প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর, বরুণ ধাওয়ান, সোনম কাপুর, কঙ্কনা সেন শর্মা, নোরা ফাতেহি, ফাতিমা সানা শেখ, সামান্থা প্রভু, দিয়া মির্জাসহ অনেক বলিউড তারকা।
আরও শেয়ার করেছেন ‘ব্রিজারটন’ তারকা নিকোলা কফলান, গায়ক-গীতিকার কেহলানি, সঙ্গীতশিল্পী ডুয়া লিপা, অভিনেতা পেড্রো পাসকেল, মডেলবেলা হাদিদসহ আন্তজার্তিক অনেক তারকা।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের চলমান সহিংসতার দিকে বিশ্বের নজর ফেরানোর আহ্বান জানানো ছবিটি ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে প্রায় ৪ কোটি বার। সময় যত গড়াচ্ছে, পোস্টটি ততই যেন বেশি ভাইরাল হচ্ছে।