জাপানে বুলেট ট্রেনে রেসলিং

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৫, ২০২৩, ০৯:৩০ পিএম

জাপানে বুলেট ট্রেনে রেসলিং

রেসলিং বা কুস্তি প্রতিযোগিতা তথা ডাব্লুডাব্লুই ম্যাচ (WWE- Match)। তাও আবার চলন্ত ট্রেনে। কী ভাবছেন এমনটাও সম্ভব? শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে। বুলেট ট্রেনে বসেই সেই প্রতিযোগিতা দেখার সুযোগ হয়েছে জাপানি নাগরিকদের। জাপানে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতির নজোমি শিনকানসেন নামের একটি বুলেট ট্রেনে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দ্য জাপান নিউজের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে স্কাই নিউজ।

আর সেই ম্যাচে দেখা গিয়েছে বিখ্যাত দুই রেসলার (Japanese wrestlers) মিনোরু সুজুকি (Minoru Suzuki) এবং সানশিরো তাকাগিকে (Sanshiro Takagi)।

আসলে ঘটনাটি ঘটেছে জাপানের বুলেট ট্রেনে। বিবিসির রিপোর্ট অনুযায়ী, টোকিওর ডিডিটি প্রো-রেসলিং সংস্থা ওই ম্যাচের আয়োজন করেছিল। রীতিমতো টিকিট কেটে ৭৫ জন যাত্রী উপভোগ করেন আজব এই ডাব্লুডাব্লুই ম্যাচ। জাপানের বিখ্যাত দুই রেসলার মিনোরু সুজুকি এবং সানশিরো তাকাগির ছকভাঙা লড়াই দেখে বেজায় খুশি তাঁরা। জানা গিয়েছে, তিরিশ মিনিটের মধ্যে অভিনব রেসলিংয়ের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। টোকিও থেকে নাগাওয়া যাত্রাপথে চলে এই লড়াই। যা দেখতে হাজির হয়েছিলেন মোট ৭৫ জন যাত্রী। সেই সময়েই সুজুকি এবং তাকাগির ধুন্ধুমার লড়াই মুঠোফোন বন্দি করা হয়েছে। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

এদিকে বিবিসি রিপোর্ট জানিয়েছে, জাপানে এমন ব্যতিক্রমী রেসলিংয়ের উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগেও দেশটির একটি বইয়ের দোকান এবং একটি ক্যাম্পসাইটে এমন লড়াইয়ের আয়োজন করেছিল ডিডিটি প্রো-রেসলিং।

বিশ্বব্যাপী জনপ্রিয় খেলার মধ্যে রেসলিং বা কুস্তি অন্যতম। সাধারণত এ খেলায় দক্ষ কুস্তিগিরদের লড়াইয়ের জন্য বেষ্টনী দেওয়া নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা থাকে।

Link copied!