দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২৫, ১২:৩২ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম বিদেশ সফরে আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে এই সফরকে কৌশলগত ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং ১৪-১৫ এপ্রিল ভিয়েতনাম সফর করবেন। এরপর ১৫-১৮ এপ্রিল মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন।

এর আগে এই সপ্তাহেই তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বাঙ্গীণ সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর চীনের রপ্তানিপণ্যের ওপর গড়ে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে চীন দ্রুত বিকল্প বাণিজ্যিক ও কূটনৈতিক পথ খুঁজছে। বিশেষ করে চীনের প্রতিবেশী ও একইভাবে মার্কিন শুল্কের শিকার দেশগুলোর সঙ্গে।

কম্বোডিয়া (৪৯ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ) এবং মালয়েশিয়া (২৪ শতাংশ)—এই তিন দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে চীনের সঙ্গে মার্কিন সম্পর্কের টানাপড়েনের কারণে চীন অনেকটাই দ্বিপক্ষীয় আলোচনার বাইরে রয়েছে।

শি জিনপিং সর্বশেষ মালয়েশিয়া সফর করেছিলেন ১২ বছর আগে এবং কম্বোডিয়া সফর করেছিলেন ৯ বছর আগে। তার সাম্প্রতিক সফর ছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভিয়েতনামে।

Link copied!