অস্ট্রেলিয়ার সিডনিতে মারাত্মক হাঙর আক্রমণের শিকার হয়ে ৩৫ বছর বয়সী এক বৃটিশ নাগরিক মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইমন নেলিস্টের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার এক বন্ধু। পুলিশ এখনও নিহত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি এবং তার পরিবার কোনো মন্তব্য করেনি। অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ এখনও দুর্দান্ত সাদা হাঙরের সন্ধান করছে। সাঁতারুদের পানিতে নামতে নিষেধ করা হয়েছে এবং বুধবারের আক্রমণের পরে বেশিরভাগ শহরের সৈকত বন্ধ রয়েছে।
মিঃ নেলিস্ট - যিনি একজন ডাইভিং প্রশিক্ষক ছিলেন। তিনি শহরের স্কুবা ডাইভিং সোশ্যাল ক্লাবের সদস্য এবং সমুদ্র সৈকতে নিয়মিত সাঁতারু ছিলেন। সিডনিতে হাঙরের আক্রমণ অস্বাভাবিক কারণ শহরটির জলে দীর্ঘদিন ধরে জাল এবং অন্যান্য প্রতিরোধক রয়েছে। এ ঘটনা প্রায় ৬০ বছর আগে একবার ঘটেছিলো। বৃহস্পতিবার, জেট স্কিতে সার্ফ লাইফসেভাররা হাঙর খুঁজে বের করার জন্য শহরের পূর্বে বন্ডি থেকে দক্ষিণে ক্রোনুলা পর্যন্ত ১৫ কি.মি. এলাকায় টহল দিয়েছে৷ হাঙ্গরটি অন্তত তিন মিটার দৈর্ঘ্যের হবে বলে অনুমান করা হচ্ছে।