আঠার পাত্র থেকে ২৩ টন কোকেন উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১০:৪৭ পিএম

আঠার পাত্র থেকে ২৩ টন কোকেন উদ্ধার!

জার্মানি ও বেলজিয়াম থেকে আঠার পাত্রে লুকিয়ে ২৩ টন (২৩ হাজার কেজি) কোকেন পাচারের সময় জব্দ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বলা হচ্ছে, ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা এটি।

বুধবার এক বিবৃতিতে জার্মান কাস্টমস বিভাগ জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি প্যারাগুয়ে থেকে আসা কন্টেইনারের মধ্যে ১৬ টন কোকেন খুঁজে পান জার্মানির কর্মকর্তারা। ডাচ কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযানের মাধ্যমে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে পাওয়া যায় আরও ৭ দশমিক ২ টন কোকেন।

ডাচ পুলিশ জানিয়েছে, তারা এই ২৩ টন মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে বুধবার ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা রটারড্যাম ও এর নিকটবর্তী আরেকটি গ্রামেও তল্লাশি চালিয়েছেন।

তারা বলছেন, দুইভাগে উদ্ধার হওয়া ২৩ টন মাদকের গন্তব্যই ছিল নেদারল্যান্ডসে।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, নেদারল্যান্ডসগামী এই মাদক উদ্ধারের ঘটনা একটি রেকর্ড। এর আগে কখনোই এত কোকেন একসঙ্গে জব্দ করা হয়নি।

জার্মান কাস্টমসও অনেকটা একই কথা বলেছে। তাদের ভাষ্যমতে, এটি এযাবৎকালে ইউরোপের মধ্যে বৃহত্তম এবং গোটা বিশ্বের মধ্যেই একবারে সর্বোচ্চ কোকেন উদ্ধারের অন্যতম ঘটনা।

সূত্র: সিএনএন

 

 

Link copied!