অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং অঙ্গচ্ছেদের বিধান ফিরিয়ে আনা হচ্ছে তালেবান শাসিত আফগানিস্তানে। বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
তালেবানের কারাগার ইনচার্জ ও সাবেক ধর্মীয় পুলিশ প্রধান মোল্লা নূরুদ্দিন তুরাবি বলেন, ‘আফগানিস্তানে মৃত্যুদণ্ড ও অঙ্গচ্ছেদের মতো শাস্তির বিধান আবারও ফিরিয়ে আনা হবে’। তুরাবি আরও বলেন, 'নিরাপত্তার প্রয়োজনে' অঙ্গচ্ছেদ জরুরি। তবে, এবার ৯০ দশকের মতো প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে না বলেও জানান তিনি।
নূরুদ্দিন তুরাবি বলেন, ‘আমাদের আইন ও দণ্ডবিধি কেমন হবে তা অন্য কাউকে শিখিয়ে দিতে হবে না। আমরা ইসলামকে অনুসরণ করব এবং আমাদের আইন হবে কোরআনভিত্তিক’।
তুরাবি বলেন, ‘তালেবানের বর্তমান শাসনামলেও আগের পদ্ধতিই অনুসরণ করা হবে; তবে এক্ষেত্রে কিছু সংশোধনের ব্যাপারে চিন্তা চলছে। আগে বিচারক হিসেবে কেবল পুরুষরা কাজ করলেও চলতি শাসনামলে নারীদেরও এই পদে কাজ করার সুযোগ থাকবে’।
এই ধরণের ভয়াবহ শাস্তির বিধানের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তুরাবি বলেন, ‘আমরা আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনব। একবার যদি আমরা আমাদের নিয়ম চালু করা শুরু করি, কেউ তা ভাঙার সাহস করবে না’।
এদিকে, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই আগের শাসনামলের তুলনায় নমনীয় হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে তালেবান। তবে, এরই মধ্যে আফগানিস্তানজুড়ে বেশ কয়েকটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার খবর পাওয়া গেছে।