আফগানিস্তানে মার্কিন হামলায় আইএস ‘নেতা’ নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২১, ০৭:৫০ পিএম

আফগানিস্তানে মার্কিন হামলায় আইএস ‘নেতা’ নিহত

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী সংগঠনের প্রথম সারির এক নেতা ও এর প্রধান পরিকল্পনাকারীকে হত্যা করেছ। কাবুল বিমানবন্দরে এক ভয়াবহ বিস্ফোরণের ফলে ১৮০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পরদিনই মার্কিন বাহিনী এ হামলা করলো।  

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ক্যাপটেন বিল আরবান এক বিবৃতিতে জানান, ‘আফগানিস্তানের নানগহর প্রদেশের একটি স্থানে আমরা ড্রোন হামলা চালিয়েছিলাম। হামলায় আমরা যাকে টার্গেট করেছিলাম তাকে হত্যা করতে সমর্থ হয়েছি। এই হামলায় কোন বেসামরিক ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি’। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি আফগানিস্তানে আইএসের অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং কাবুল বিমানবন্দরের বাইরের আত্মঘাতী হামলার পরিকল্পনাও তিনিই করেছিলেন।

এর আগে বৃহস্পতিবারের (২৬ আগস্ট) হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) এর আফগানিস্তানের খোরাসান প্রদেশ শাখা।

যদিও মার্কিন গোয়েন্দারা কাবুল বিমানবন্দরে আরো হামলার আশঙ্কা করেছেন তবুও আফগানিস্তান থেকে শরণার্থিদের সরিয়ে নেওয়া বন্ধ করা হবে না বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে শনিবার (২৮ আগস্ট) বিমানবন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

Link copied!