আমাজনকে ২০০ কোটি রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২১, ০৭:৫৫ পিএম

আমাজনকে ২০০ কোটি রুপি জরিমানা

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা আমাজন ও ভারতীয় খুচরা বিক্রেতা ফিউচার কুপন প্রাইভেট লিমিটেডের অংশীদারত্ব বিষয়ে ২০১৯ সালে হওয়া চুক্তিটি বাতিল করেছে ভারতীয় প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। পাশপাশি অনুমোদন চাওয়ার সময় মিথ্যা বিবৃতি ও তথ্য গোপন করার অভিযোগে আমাজনপ্রধানের ওপর ২০২ কোটি ভারতীয় রুপি জরিমানা আরোপ করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ৫৭ পৃষ্ঠার এই আদেশে আমাজন-ফিউচার কুপন চুক্তির অনুমোদন 'স্থগিত থাকবে' বলেও উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সিসিআই বলছে, আমাজন চুক্তির 'প্রকৃত সুযোগকে দমন করেছে' এবং দুই বছর আগে অনুমোদন চাওয়ার সময় ফিউচার গ্রুপে বিনিয়োগের 'মিথ্যা ও ভুল তথ্য' দিয়েছে। নতুন করে এই চুক্তি পরীক্ষা করা প্রয়োজন বলেও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।  

ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির নেতৃত্বাধীন দেশটির বৃহত্তম খুচরা বিক্রেতা রিলায়েন্স রিটেইলের প্রস্তাবিত ২৪ হাজার ৭১৩ কোটি রুপির চুক্তি নিয়ে আমাজন ও ফিউচার গ্রুপের মধ্যে তিক্ত আইনি লড়াইয়ের মাঝে বিষয়টি উঠে আসলো।  

প্রসঙ্গত, ফিউচার গ্রুপ অ্যান্টিট্রাস্ট সংস্থার কাছে অভিযোগ করেছে যে আমাজন তাদের চুক্তির তথ্য গোপন করেছে। জুন মাসে সিসিআই আমাজনের কাছ থেকে এ বিষয়ে একটি ব্যাখ্যা চেয়েছিল। এতে ব্যবসায়ের কৌশলগত আগ্রহ প্রকাশ না করে লেনদেনের বাস্তব দিকগুলো গোপন করেছে বলে অভিযোগ তোলা হয়।

উল্লেখ করা হয়, ২০১৯ সালে হওয়া ওই চুক্তির শর্ত—অধিগ্রহণকারীর দেওয়া তথ্য ভুল বলে প্রমাণিত হলে আদেশটি প্রত্যাহার করা হবে। চুক্তির এই শর্ত অনুসারেই জরিমানা ও চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সিসিআই। 

Link copied!