আরও ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুদানে লড়াইরত সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। যদিও এই বিরতির মাঝেই চলেছে দুই দলের গোলাবর্ষণ।
মঙ্গলবার (২ মে) প্রতিবেশী দেশ দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে বার্তাসংস্থা সিএনএনের প্রতিবেদনে প্রকাশিত হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, দুপক্ষ শান্তি আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবে তবে আলোচনার জন্য এখনও কোনো ভেন্যু ঠিক হয়নি। দুপক্ষের পছন্দের কোনো একটি জায়গায় আলোচনা অনুষ্ঠিত হবে। তবে লড়াইয়ের বিবদমান দুই পক্ষ সেনাবাহিনী ও আরএসএফ থেকে এখন পর্যন্ত এ সম্পর্কে কোনো মন্তব্য আসেনি।
সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা সামরিক বাহিনী আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে ৪ থেকে ১১ মে পর্যন্ত কথিত যুদ্ধবিরতি চুক্তির বিশ্বাসযোগ্যতা এখনও অস্পষ্ট। কারণ এর আগে ঘোষিত ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেও উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে গোলাবর্ষণ করেছে। অবশ্য বর্তমানেও যুদ্ধবিরতির মধ্যেই আছে দুপক্ষ।
এর আগে গত ১ মে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল সেনাবাহিনী ও আরএসএফ। মঙ্গলবার তা আরও বাড়ানো হলো। গত ১৫ এপ্রিল থেকে দুপক্ষের সংঘাতে এখন পর্যন্ত ৫শর বেশি মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার জাতিসংঘ বলেছে, এ সংঘাতের ফলে ৮ লাখেরও বেশি মানুষ সুদান থেকে পালিয়ে যেতে পারে। এরই মধ্যে এক লাখেরও বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছেন।