আর্কটিক অঞ্চলে ন্যাটোর তৎপরতায় রাশিয়ার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৮, ২০২২, ০৩:৩৩ পিএম

আর্কটিক অঞ্চলে ন্যাটোর তৎপরতায় রাশিয়ার উদ্বেগ

ইউরোপের আর্কটিক অঞ্চলে উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোট-ন্যাটো বাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা এবং ওই অঞ্চলে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার’ ঝুঁকি নিয়ে ‘উদ্বেগ’ জানিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

রাশিয়ার রাষ্ট্রদূত-অ্যাট-লার্জ নিকোলাই কোরচুনভের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আর্কটিকে ন্যাটোর সাম্প্রতিক কর্মকাণ্ড উদ্বেগের বিষয় বলে জানিয়েছে পুতিন প্রশাসন। সম্প্রতি নরওয়ের উত্তরাঞ্চলে অনুষ্ঠিত ন্যাটোর বড় আকারের সামরিক মহড়া আর্কটিক অঞ্চলের নিরাপত্তায় কোনো অবদানই রাখে না বলেও রুশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। 

রুশ সংবাদ সংস্থা তাস’কে কোরচুনভ বলেন, “এই ধরনের কার্মকাণ্ড ‘অনাকাঙ্খিত ঘটনার’ ঝুঁকি বাড়ায়। এই ঘটনা নিরাপত্তা ঝুঁকি ছাড়াও আর্কটিকের ইকোসিস্টেমের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।”

এদিকে, রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের বেশ কয়েকটি শহরে তাদের আক্রমণ জোরদার করেছে। কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার পরই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে পুতিন বাহিনী।

মস্কোর কর্মকর্তারা বলেছেন, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছে।

Link copied!