আল আকসায় ইহুদীদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ০২:৪৭ এএম

আল আকসায় ইহুদীদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল

আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করতে পারবে না ইহুদিরা। ইসরাইলেরে একটি আদালত এ বিষয়ক নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

এর আগে, জেরুজালেমের পবিত্র স্থাপনা আল-আকসা মসজিদ কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনার অনুমতির পক্ষে রায় দিয়েছিল ইসরায়েলের নিম্ন আদালত। ইসরাইলি আদালতের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিনিরা। তাদের আশঙ্কা এর মাধ্যমে ইহুদিরা জোর করে তাদর পবিত্র স্থানটির দখল নিয়ে নিতে পারে।

আল আকসা মসজিদ নিয়ে সমস্যার শুরু হয়, ইসরায়েলের রাব্বি (ধর্মীয় নেতা) আরিয়েহ লিপ্পোর আল–আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে প্রার্থনা করার মধ্য দিয়ে। গত সেপ্টেম্বর মাসে লিপ্পো ওই ঘটনা ঘটানোর পর ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

মঙ্গলবার (৫ অক্টোবর) ইসরাইলের নিম্ন আদালতের ওই রায়ে বলা হয়, ‘আল-আকসা কমপ্লেক্সে ইহুদি প্রার্থনাকারীরা নীরব থেকে প্রার্থনা করেলে তা অপরাধ বলে বিবেচিত হবে না’।

দীর্ঘদিন ধরেই এক চুক্তির আওতায় মুসলিমরা আল-আকসায় নামাজ পড়ে মসজিদ কমপ্লেক্সের পশ্চিম দেওয়ালে প্রার্থনা করে ইহুদিরা। ইসরায়েলি রাব্বি আরিয়েহ লিপ্পোর করা সেই মামলার জের ধরে আদালত ইহুদি প্রার্থনাকারীদের পক্ষে রায় দেয়।

ইসরাইলি নিম্ন আদালতের সেই রায়ের পর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অনুমতিকে মারাত্মক অপরাধ হিসেবে ঘোষণা করেছে।

এক যৌথ বিবৃতিতে সংগঠন গুলো বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের এই পদক্ষেপ ইসলামী পবিত্র স্থানগুলোর ওপর ভয়াবহ আগ্রাসনের শামিল। ইহুদিবাদীরা আল আকসা মসজিদকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগাভাগি করার যে ষড়যন্ত্র করেছে এই পদক্ষেপ তা বাস্তবায়নের প্রাথমিক উদ্যোগ বলে বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।

পরে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলি পুলিশ আপিল করে। শুক্রবার (৮ অক্টোবর) জেরুজালেমের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক আরিয়েহ রোমানফ পুলিশের নিষেধাজ্ঞা বহাল রাখেন। এসময় আদালত পুলিশের গৃহীত পদক্ষেপ সঠিক ছিল উল্লেখ করে বলেন, পুলিশের পদক্ষেপ যৌক্তিক ছিল।

ইসরায়েল ১৯৬৭ সালে আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেম দখল করে। তবে মসজিদটির দেখভাল করার দায়িত্ব জর্ডানের হাতে রয়েছে। আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ করে এমন কোনও আইন ইসরায়েলের নেই। কিন্তু ১৯৬৭ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ উত্তেজনা ঠেকাতে সেখানে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ করেছে।

Link copied!