আফ্রিকার দেশ আলজেরিয়ায় দাবানল ছড়িয়ে গিয়েছে অন্তত ৯৭টি স্থানে। তীব্র আগুনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ১৬টি প্রদেশের অন্তত ৯৭টি স্থানে দাবানল ছড়িয়ে গেছে। এই দাবানলের কারণে বনভূমির পাশাপাশি মানুষের বসতি, কৃষিজমি এবং ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিভিন্ন স্থানে প্রায় সাড়ে ৭ হাজার ফায়ার ফাইটার আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন।
দাবানলের কারণে ১৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেনাইয়া, বেজাইয়া, জারবার এবং বউইরা এলাকায় আরও ২৬ জন গুরুতর আহত হয়েছেন। এসব এলাকা থেকে প্রায় ১৫ শ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে, দাবানল সবচেয়ে বেশি ছড়িয়েছে আলজেরিয়ার পূর্বাঞ্চলের কাবিলি অঞ্চলে। সেই আগুন প্রবল বাতাসের কারণে বনভূমি ছেড়ে বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে।
এদিকে, আলজেরিয়ার উত্তরাঞ্চলও তীব্র তাপপ্রবাহের কারণে ভুগছে। সম্প্রতি এই অঞ্চলে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এমনকি কোনো কোনো দিন তাপমাত্রা পৌঁছাচ্ছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিছু কিছু অঞ্চলের বর্তমান তাপমাত্রা সাধারণ সময়ের চেয়ে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পোঁছাচ্ছে।