ইউক্রেন নিয়ে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরা, রয়টার্স ও বিবিসির।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য গত রোববার মস্কো সফরের ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। মঙ্গলবার মস্কোতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রেডিডেন্ট পুতিন বলেন, ‘ইউক্রেনের ওপর উত্তেজনা কমাতে তিনি নিরাপত্তা ইস্যু নিয়ে পশ্চিমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।তবে এ ব্যাপারে রাশিয়ার প্রধান দাবিগুলো পশ্চিমাদের মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মস্কো ইউরোপে যুদ্ধ চায় না উল্লেখ করে পুতিন পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলির পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসাবে বর্ণনা করেছেন এবং মিনস্ক শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সেখানে সংঘাতের সমাধান করার আহ্বান জানিয়েছেন।
ওই সংবাদ সম্মেলনে স্কোলজ জানান, “ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ এড়াতে কূটনৈতিক আলোচনার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি বলে রাশিয়ার যে মূল্যায়ন তার সঙ্গে তিনি একমত।”